

আব্দুল মান্নান এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে ধামরাইয়ে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩২ পিএম, ১১ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৩৬ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

প্রাক্তন মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান এর ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ধামরাইয়ে এবতেদিয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার ইকুরিয়া গ্রামে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি, ফাউন্ডেশন এর সদস্য রফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহমেদ, নুর আলম, রোস্তম আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কম্বল বিতরণ শেষে দোয়া মাহফিলে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও আব্দুল মান্নান এর কন্যা ব্যারিস্টার মেহনাজ মান্নান।