

নাসিক নির্বাচনে নৌকার প্রচারণায় রাষ্ট্রপতির ছেলে তুহিন!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৯ পিএম, ১১ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:৫৪ পিএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর নৌকা প্রতীকের প্রচারণা করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছেলে রাসেল আহমেদ তুহিন।
গতকাল সোমবার (১০ জানুয়ারি) দুপুরে নাসিক ১৩ ওয়ার্ডে এ নির্বাচনী প্রচারণা চালান।
নির্বাচনী প্রচারণা পূর্বে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ও আইভীর ভাই আলী আহাম্মদ রেজা উজ্জলের নেতৃত্বে মহানগর নেতা কর্মী ও ১৩নং ওয়ার্ডের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। এর পর তিনি বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
নির্বচানী প্রচারণায় আলী রেজা উজ্জলের নেতৃত্বে উপস্থিত ছিলেন, মহানগর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জুয়েল, ভোরের পাখি'র যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের মোস্তফা, মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য সুমন আহম্মেদ, ব্যবসাই শামীম, হেলাল বাপ্পীসহ প্রমুখ।