

ফেনীর সোনাগাজীতে ছেলের হাতে মা খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৩ পিএম, ৯ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৮:১৫ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ফেনীর সোনাগাজীতে ছেলের দায়ের কোপে নিহত হয়েছেন এক মা। ছেলে রাসেল আলম(৩৫)কে আটক করেছে সোনাগাজী থানা পুলিশ। ধৃত রাসেল একজন চিহ্নিত মাদকসেবী ও জুয়াড়ি বলে জানা গেছে।
নিহতের নাম আমেনা বেগম (৫৩)। সে উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড কলাবাগান এলাকার সাহাবুদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ৯ জানুয়ারী রবিবার দুপুরে বাকবিতণ্ডার এক পর্যায়ে দা দিয়ে মায়ের ঘাড়ে কোপ দেয় পাষণ্ড ছেলে রাসেল । গুরুতর আহত অবস্থায় তাকে সোনাগাজী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একমাত্র অভিযুক্ত নিহতের ছেলে রাসেল আলমকে আটক করেছে পুলিশ।