

রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে না জেএসডিও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৬ পিএম, ৭ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:১৬ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির চলমান সংলাপে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
আজ শুক্রবার উত্তরার বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আ স ম রব বলেন, শুধু নির্বাচন কমিশন গঠন নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য কোনো গ্যারান্টি বা সমাধান নয়। এ বাস্তবতার পরিপ্রেক্ষিতে তিনি সংলাপে অংশগ্রহণ করবেন না।
তিনি বলেন, শুধু ইসি গঠন নয়, সংলাপ হতে হবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ‘জাতীয় সরকার’ গঠন প্রক্রিয়া নিয়ে। কারণ, এখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি খুবই গুরুত্বপূর্ণ।
রব বলেন, ‘নির্বাচন প্রশ্নে রাষ্ট্রপতি, সরকার, নির্বাচন কমিশন সকলেই সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত। যারা সংবিধান লঙ্ঘনকারী তাদের অবশ্যই জাতির কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়া উচিত। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, তৌহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।