

ময়মনসিংহের তারাকান্দায় বিএনপি’র মানববদ্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৭ পিএম, ৫ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৫১ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র উদ্যেগে তারাকান্দায় মানববদ্ধন অনুষ্ঠিত হয়।
আজ বুধবার বিকালে তারাকান্দা উপজেলা বিএনপি দললীয় কার্যালয়ের সামনে ঢাকা টু শেরপুর মহাসড়কে এ মানববদ্ধন অনুষ্ঠিত হয়।
মানববদ্ধনে বক্তব্য রাখেন, ময়নসিংহ উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আমিনুল হক রোমান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, আবুল কালাম আজাদ, সেচ্ছাসেবক সহ সভাপতি ছায়াদুল ইসলাম মন্ডল ও আমির হাসান স্বপন, তারাকান্দা উপজেলার ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি প্রমূখ।