কুষ্টিয়ায় শরীয়তপুর জেলা যুবদল নেতাকে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪২ পিএম, ৫ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০১:১২ পিএম, ৭ ডিসেম্বর,রবিবার,২০২৫
কুষ্টিয়া শহরের মজমপুর গেট সংলগ্ন সদর থানা বিএনপি'র পার্টি অফিসের সামনে শরীয়তপুর জেলা যুবদলের সদস্য মুহাম্মদ জাকির হোসাইন (৪২) কে অজ্ঞাত পরিচয়ে কিছু দুবৃর্ত হকস্টিক দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে।
গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে কুষ্টিয়া শহরে আহত হন শরীয়তপুর জেলা যুবদল নেতা জাকির হোসাইন।
জানা যায়, জাকির হোসাইন ব্যাবসায়িক কাজে গতকাল সকালে ঢাকা থেকে কুষ্টিয়া আসেন। দুপুর ৩ টার দিকে তিনি কুষ্টিয়ায় পৌছে ব্যবসায়িক কাজ শেষ করে সন্ধ্যায় ফেরার সময় পথে বিএনপি পার্টি অফিসের সামনে দাড়িয়ে ছিলেন, এ সময় ৪/৫ জন অপরিচিত ছেলে এসে তাকে আঘাত করে জয় বাংলা শ্লোগান দিতে দিতে চলে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া সরকারি হাসপাতালের জরুরী বিভাগে তাকে ভর্তি করা হয়।
এ বিষয়ে জাকির হোসাইন বলেন, আমি শরীয়তপুরে যুবদলের রাজনীতির সাথে জড়িত, কুষ্টিয়ায় ব্যাবসায়িক কাজে এসেছিলাম এখানে আমার কোন শত্রু নাই কিন্তু শুধুমাত্র বিএনপি'র পার্টি অফিসের সামনে দাঁড়ানোর কারনে আওয়ামী লীগের লোকজন আমাকে এভাবে মারলো।




