

নোয়াখালীতে ভোট কেন্দ্রের পাশ থেকে এলজি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩০ পিএম, ৫ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:৪০ এএম, ১৮ আগস্ট,সোমবার,২০২৫

নোয়াখালীর সোনাইমুড়ীতে ভোট কেন্দ্রের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
আজ বুধবার উপজেলার ১০নং আমিশাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাচারগাঁ ভোট কেন্দ্র সংলগ্ন ঝোপ থেকে এ অস্ত্র উদ্ধার করে পুলিশ। নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে ভোট কেন্দ্র সংলগ্ন ঝোপের মধ্যে আগ্নেয়াস্ত্রটি দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঝোপ থেকে ওই অস্ত্র উদ্ধার করে নিয়ে যায়।
উল্লেখ্য, আজ ৫ জানুয়ারি পঞ্চম ধাপে নোয়াখালীর ১৮টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে।