

বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩২ পিএম, ৪ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:৪২ এএম, ১৮ আগস্ট,সোমবার,২০২৫

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জিন্নাহনগর, মহেশপুর, ঝিনাইদহ কতৃক আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপি'র বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ মেহেদী হাসান রনি।
উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোঃ আবিদ কামাল রুবেল।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক এবং সদস্য সচিব সহ উপজেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।