

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৩ পিএম, ২ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১১:০৯ পিএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

বগুড়া সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবলীগের দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
আজ রবিবার রাত পৌনে আটটার দিকে সদরের সেউজগাড়ি এলাকার ডাবতলা মোড়ে তাদের ওপর হামলা চালিয়ে গুলি বর্ষণের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান ও আপেল। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এর মধ্যে নাজমুল হাসান অরেঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক পদে রয়েছেন।
গুলিবিদ্ধের ঘটনা নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পরিদর্শক (অপারেশন) শাহিনুজ্জামান। তিনি জানান, আহতদের অবস্থা আশঙ্কজনক।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, সন্ধ্যার দিকে নাজমুল তার বন্ধুবান্ধবদের সঙ্গে ডাবতলা মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে অন্তত ছয় জন এসে তাদেরকে উদ্দেশ্য করে গুলি করে পালিয়ে যায়।