

কুড়িগ্রামে ছাত্রদলের সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৭ পিএম, ২ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৫:০৫ এএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মিরা জেলা বিএনপি কার্যালয়ের সামনে উপস্থিত হয় পরে র্যালী বের করলে পুলিশ বাঁধা দেয়। দুপুরে দাদামোড়স্থ কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবার রহমান, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, ঢাকা উত্তরের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম মানিক, বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদা লুইস, জেলা ছাত্রদল সম্পাদক হাসান যোবায়ের হিমেল, যুগ্ম সম্পাদক শাওন, সোহেল, শিথিলসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবির সমাবেশে পরিণত হয়।এ সময় মুহুমূহূ বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবী করেন নেতা কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, জনগনের ভোটাধিকার কেড়ে অবৈধভাবে নির্বাচিত সরকার আইনের কথা বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা করতে বিদেশে যেতে বাঁধা দিচ্ছে। ৯০ সালের মতো গণআন্দোলন গড়ে এ সরকারের পতন ঘটানোর হুশিয়ারী দেন বক্তারা।