

ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চুয়াডাঙ্গায় ছাত্র সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৬ পিএম, ২ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৭:২২ এএম, ১৮ আগস্ট,সোমবার,২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২ জানুয়ারি) চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে বেলা ১১টায় জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খানের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার পরিচালনায় ছাত্র সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ শরীফুজ্জামান শরীফ, বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, ১নং সহ সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি মাসুদ রানা মুক্ত, ইনতিয়ার হোসেন ইরন, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব সহ জেলা ও ইউনিটের নেতৃবৃন্দ।
ছাত্র সমাবেশে প্রধান বক্তা শরীফুজ্জামান শরীফ বলেন, দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে চূড়ান্ত আন্দোলনের জন্য ছাত্রদল কে প্রস্তুত থাকতে হবে। ছাত্র জনতার অদম্য শক্তির মুখে অবৈধ জান্তা সরকার কোনকালেই টিকে থাকতে পারেনি, এখনও পারবেনা। ছাত্র সমাবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবী জানানো হয়।