

ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাংগাইলে দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩১ পিএম, ২ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৪৪ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় টাংগাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভ ও সদস্য সচিব এম এ বাতেন এর তত্ত্বাবধানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় টাংগাইল জেলা বিএনপির কার্যালয়ে।
গতকাল শনিবার (১ জানুয়ারি) উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম আহবায়ক এড. ফরহাদ ইকবাল সহ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সন্মানিত সদস্য, সদর উপজেলা, শহর, সরকারি সা'দত কলেজ, সরকারি এম এম আলী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এবং জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।