

নওগাঁয় সম্পাদক ও প্রেসক্লাব নেতৃবৃন্দের নেতাদের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৪ পিএম, ২ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৪:২৮ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জয়পুরহাট জেলার সকল প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা' হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার শহরের কেডির মোড়ে অবস্থিত নওগাঁ প্রেসক্লাবে সাংবাদিকদের হাতে রুপরেখার বই তুলে দেন বিএনপির মিডিয়া কমিটির সদস্য ও দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সিনিয়র সাংবাদিক কালের কন্ঠের ফরিদ উদ্দিন ফরিদ, সিনিয়র সাংবাদিক দৈনিক করতোয়ার নবীর উদ্দিন নবীসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ। আমন্ত্রিত অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক মোঃ আবু বক্কর সিদ্দিক নান্নু।