

গাজায় হামাসের হামলায় ইসরায়েলি মেজর নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৬ এএম, ৮ জুলাই,সোমবার,২০২৪ | আপডেট: ০৩:৩৬ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দক্ষিণাঞ্চলের রাফাহতে ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধে এক ইসরায়েলি মেজর নিহত হয়েছেন।
রোববার (৭ জুলাই) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একটি সামরিক স্থাপনায় অভিযান চলাকালে তিনি নিহত হয়েছেন বলে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রোববার রাফাহর একটি এলাকায় যুদ্ধ চলাকালে মেজর পদমর্যাদার তাদের এক সেনা সদস্য নিহত হয়েছেন। তার নাম জালা ইব্রাহিম। তিনি ইসরায়েলের কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬০১তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ছিলেন।
জালা ইব্রাহিমকে নিয়ে গাজায় স্থল অভিযানে ইসরায়েলে নিহত সেনার সংখ্যা বেড়ে ৩২৬ জনে দাঁড়িয়েছে বলে টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে। এছাড়া আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন আরও অসংখ্য সেনা।
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় এক লাখের মতো মানুষ।