

ইসরায়েলি ট্যাংকে নাটকীয়ভাবে ফিলিস্তিনি যোদ্ধাদের গেরিলা হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৮ এএম, ১৫ মে,
বুধবার,২০২৪ | আপডেট: ১২:৪৫ এএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

নাটকীয়ভাবে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর ওপর গেরিলা হামলা চালিয়েছে। তাদের হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) অত্যাধুনিক ট্যাংক।
অভিযানের পুরোটাই ভিডিওতে ধারণ করা হয়েছে। এ-সংক্রান্ত ভিডিও আল জাজিরা আরবির হাতে এসেছে। পরে ভিডিও ক্লিপগুলো যাচাই করে এর সত্যতা পেয়েছে সংবাদমাধ্যমটি।
বুধবারের (১৫ মে) এক প্রতিবেদনে বলা হয়, গাজার রাফায় ইসরায়েলি ট্যাংকে এ হামলা করেন কাসাম ব্রিগেডের সদস্যরা। হামাসের সামরিক শাখার একটি শক্তিশালী ইউনিট এটি।
ভিডিওতে দেখা যায়, রাফা শহরে ট্যাংক ও বুলডোজার নিয়ে অবস্থান করছে দখলদার সেনারা। ফিলিস্তিনি যোদ্ধারা পার্ক করা ইসরায়েলি ট্যাংকের খুব কাছের একটি টানেল থেকে হঠাৎ উঠে আসেন। তাদের হাতে ছিল ট্যাংক বিধ্বংসী মাইন।
মাটির নিচ থেকে যোদ্ধাদের উঠে আসার ঘটনা ছিল অপ্রত্যাশিত। সেখানে অবস্থান করা দখলদার সেনারা সড়ক, খোলা মাঠ, ভবনের দিকে নজর রাখছিলেন।
এ সুযোগে যোদ্ধারা মাইন নিয়ে সেনাদের চোখ ফাঁকি দিয়ে ট্যাংকের দিকে এগিয়ে যান। তা কৌশলে ট্যাংকের নিচে স্থাপন করেন। এরপরই দৌড়ে টানেলে ঢোকার প্রাক্কালে বিস্ফোরণ ঘটে। ঠিক এ সময় টানেল থেকে আধো বের হয়ে কাঁধে বহনযোগ্য মর্টার শেল ছোড়েন আরেক যোদ্ধা। নিমিষেই বিধ্বস্ত হয় গোলাবারুদভর্তি ট্যাংক।
এ যোদ্ধাদের নাগাল পায়নি ইসরায়েলিরা। তারা নিরাপদে টানেলের গভীরে চলে যান। এ কাজে তিন থেকে চারজন স্বাধীনতাকামী ছিলেন।