

গুলিতে প্রাণ গেল ইরাকের জনপ্রিয় টিকটকারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৭ পিএম, ২৮ এপ্রিল,রবিবার,২০২৪ | আপডেট: ০৮:৩০ এএম, ২০ আগস্ট,
বুধবার,২০২৫

ইরাকের জনপ্রিয় টিকটক তারকা ওম ফাহাদকে বাগদাদে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ফাহাদকে তার বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয়েছে।
খবরে বলা হয়েছে, শুক্রবার রাজধানীর পূর্ব জায়েন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পরিচিত একজন নারী অজানা আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। তার মৃত্যুর তদন্ত করে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।
ফাহাদ (যার আসল নাম গুফরান সাওয়াদি) তার গাড়িতে ছিলেন। এই সময় মোটরসাইকেলে চড়ে আসা এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে। একটি ইরাকি নিরাপত্তা সূত্র এএফপি নিউজ এজেন্সিকে জানিয়েছে যে, হামলাকারী খাবার সরবরাহ করার অভিনয় করেছিল।
এদিকে মার্কিন মালিকানাধীন আল হুরা বার্তা সংস্থা জানিয়েছে, হামলায় আরেক নারী আহত হয়েছেন। ফাহাদ টিকটকে পপ মিউজিকের সাথে নাচের ভিডিও শেয়ার করার পরিচিত ছিলেন।
'শালীনতা এবং জনসাধারণের নৈতিকতা' ক্ষুণ্ন করে এমন ভিডিও শেয়ার করার জন্য গত বছর তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলে ইরাকের আদালত।