

মস্কো হামলার নাটের গুরুদেরও শাস্তি হবে: পুতিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫১ পিএম, ৪ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৮:০৭ এএম, ২০ আগস্ট,
বুধবার,২০২৫

রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার নেপথ্যে যারা জড়িত, সেসব পৃষ্ঠপোষকরাও ছাড় পাবে না বলে অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এ সময় পুতিন বলেন, হামলার ঘটনায় কারা পৃষ্ঠপোষকতা করেছে আমরা অবশ্যই তাদের খোঁজে বের করতে পারবো।
পুতিন আরো বলেন, যারা এই অস্ত্রটি ব্যবহার করেছে, তাদের বোঝা উচিত এটি একটি দোধারী অস্ত্র। আইএসের কোন নির্ভরযোগ্য এজেন্ট নেই। তারা অর্থের জন্য এ হামলা চালাতেই পারে। তারা ধর্মীয় বা রাজনৈতিক বিষয়ের পরিবর্তে শুধুমাত্র আর্থিক সুবিধা বিবেচনা করেও এ কাজ করে থাকতে পারে।
প্রসঙ্গত, গত ২২ মার্চ সন্ধ্যায় রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কমপ্লেক্সে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়। পরে এ হামলার দায় স্বীকার করেছে আইএস। সর্বশেষ তথ্য অনুযায়ী এ হামলায় ১৪৪ জন নিহত হয়েছে এবং ৫৫১ জন আহত হয়েছে।