

বাল্টিমোরে সেতু ভেঙে পড়ার ঘটনায় নিখোঁজ ছয়জনের মৃত্যুর আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৪ এএম, ২৭ মার্চ,
বুধবার,২০২৪ | আপডেট: ০১:৫২ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

যুক্তরাষ্ট্রের বাল্টিমোর পোতাশ্রয়ে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ঘটনায় নিখোঁজ ছয় শ্রমিকের সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন কোস্টগার্ড ও ম্যারিল্যান্ড অঙ্গরাজ্য পুলিশের কর্মকর্তারা এমন আশঙ্কা জানিয়েছে।
গত সোমবার রাতে সেতু ভেঙে পড়ার পর থেকে ওই শ্রমিকেরা নিখোঁজ। ঘটনার প্রায় ১৮ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার রাতে কর্মকর্তারা তল্লাশি অভিযান স্থগিতের ঘোষণা দেন। তাঁরা বলেন, পানিতে ধ্বংসাবশেষ পড়ে থাকার জায়গায় অন্ধকারের মধ্যে তল্লাশি অভিযান চালাতে ডুবুরিরা হিমশিম খাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের কর্মকর্তা শ্যানন গিলরিথ বলেন, নিখোঁজ শ্রমিকদের জীবিত খুঁজে পাওয়ার কোনো আশা নেই। কারণ, এখানকার পানি হিমশীতল এবং দুর্ঘটনার পর অনেকটা সময় পার হয়ে গেছে।