

রুশ গোলাবর্ষণে ইউক্রেনে নিহত ৩
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:৩০ এএম, ৩০ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৪:৫৭ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে গতকাল রোববার রাশিয়ার গোলাবর্ষণে তিনজন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ভলোমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন।
তিনি তার সান্ধ্যকালীন বক্তব্যে বলেছেন, ‘রুশ বাহিনী আজ সারাদিন নৃশংসভাবে গোলাবর্ষণ করেছে। এতে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।’
গতবছর নভেম্বরে খেরসন শহর থেকে মস্কোর সেনা প্রত্যাহারের পর ইউক্রেনের দক্ষিণাঞ্চল তুলনামূলকভাবে শান্তই ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ এ শহর ও আঞ্চলিক রাজধানী ঘন ঘন গোলাবর্ষণে কেঁপে ওঠে।
এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পূর্বাঞ্চলীয় খারকিভে চারতলা একটি আবাসিক ভবনে রুশ হামলায় এক বৃদ্ধা নারী নিহত ও আরো তিনজন আহত হয়েছেন। ভবনটি আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।
আঞ্চলিক সামরিক প্রশাসনের গভর্নর এ কথা জানিয়েছেন।
এছাড়া দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়ায় সম্প্রতি তীব্র লড়াই চলছে। মস্কোর কর্মকর্তারা জানিয়েছেন, একটি রেলওয়ে সেতুতে কিয়েভের হামলায় চারজন নিহত হয়েছেন।
উল্লেখ্য, খেরসন, জাপোরোঝিয়াসহ ইউক্রেনের পূর্বাঞ্চলের আরো দু’টি অঞ্চল রাশিয়া অন্তর্ভূক্তির ঘোষণা দিলেও এসব এলাকা মস্কো পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি।
সূত্র : বাসস