ইরানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে নিহত ৬, আহত ৩ শতাধিক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:০৮ এএম, ২৯ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ১১:২৭ এএম, ৮ ডিসেম্বর,সোমবার,২০২৫
ইরানের উত্তর-পশ্চিম অংশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে কমপক্ষে ছয়জন নিহত এবং ৩০০ জনেরও বেশি লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, শনিবার ভোরে ইরানের খোয়সহ আশপাশের বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়। ইউএসজিএস জানিয়েছে, ইরানের খোয়-এর ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি।
খোয় ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয় কাউন্টির একটি শহর ও রাজধানী।
ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল এবং ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের অনেক এলাকায় অনুভূত হয়।
স্থানীয় এক কর্মকর্তা বলেন, অনেক লোক আতঙ্কে তাদের বাড়িঘর ছেড়ে পালানোর চেষ্টা করার সময় আহত হয়েছেন এবং প্রায় ৪০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।




