

লস অ্যাঞ্জেলেসে গোলাগুলি, নিহত- ৯
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:০৬ পিএম, ২২ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৮:৩৬ এএম, ১১ আগস্ট,সোমবার,২০২৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে একটি পার্কে বন্দুকধারীর গুলিতে অন্তত নয়জন নিহত হয়েছেন।
আজ রোববার (২২ জানুয়ারি) স্থানীয় পুলিশের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটের দিকে লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় আট মাইল পূর্বে মোনাটারি পার্কে হামলার এ ঘটনা ঘটে।
এর আগে লুনার নববর্ষ উৎসব উপলক্ষে হাজার হাজার মানুষ পার্কটিতে জড়ো হয়েছিলেন।
গুলিতে কতজন আহত হয়েছে বা কাউকে গ্রেফতার করেছে কিনা পুলিশ এখনও জানায়নি। তবে গুলি চালানো ব্যক্তি একজন পুরুষ বলে সন্দেহ করছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
একজন প্রত্যক্ষদর্শী লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেছেন, তিনজন লোক দৌড়ে তার রেস্তোরাঁয় প্রবেশ করে এবং দ্রুত দোকান বন্ধ করতে জানায়। তারা ওই এলাকায় একজনকে মেশিনগান দিয়ে গুলি চালাচ্ছে দেখেছেন বলে জানায়।
দুইদিনের চন্দ্র নববর্ষ অনুষ্ঠানে আসা মানুষ সারাদিন মোনাটারি পার্কে চীনের বিশেষ খাবার, গয়না ও অন্যান্য পণ্য কেনাসহ বিভিন্ন আয়োজন নিয়ে উৎসবে মেতে ছিলেন।