

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রিস হিপকিন্স
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:১৩ এএম, ২১ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০২:১৪ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বর্তমানের শিক্ষামন্ত্রী ক্রিস হিসপিন্স। তিনি আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেয়া জ্যাসিন্ডা আর্ডেনের স্থলাভিষিক্ত হবেন।
আজ শনিবার (২১ জানুয়ারি) সকালে এক বিবৃতিতে ক্ষমতাসীন লেবার পার্টি তাদের নতুন নেতা হিসেবে হিপকিন্সের নাম ঘোষণা করে।
আর্ডেন গতকাল বৃস্পতিবার জানিয়েছেন, তিনি আগামী মাসের ৭ ফেব্রুয়ারি দায়িত্ব থেকে সরে যাবেন। নতুন প্রধানমন্ত্রীর অধীনেই দেশে ১৪ অক্টোবর নির্বাচন হবে।
হিপকিন্স ইতোপূর্বে আর্ডেনের মন্ত্রিসভার সদস্য হিসেবে নিউজিল্যান্ডের করোনাভাইরাস মহামারী প্রতিরোধের কাজ তদারকি করেছিলেন। তিনি দুই শিক্ষামন্ত্রীর অধীনে সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। পরে তিনি ওই সময়ের প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সাথে কাজ করেন। তিনি ২০০৮ সালে পার্লামেন্ট সদস্য হন।
সূত্র : সিএনএন