

হেলিকপ্টার বিধ্বস্ত, ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৩৪ এএম, ১৮ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৫:৪৩ পিএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

ইউক্রেনের কিয়েভ অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্তিরস্কিসহ ১৬ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে তাঁর ডেপুটি এবং আরও এক কর্মকর্তাও রয়েছেন বলে বিবিসি জানিয়েছে।
আজ বুধবার (১৮ জানুয়ারি) রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি কিন্ডারগার্টেনের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
নিহত মানুষের মধ্যে দুই শিশুও রয়েছে। আরও ১০ শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মোনাস্তিরস্কি ছাড়া আরও আটজন হেলিকপ্টারের আরোহী ছিলেন।
হেলিকপ্টারটি ব্রোভারির উপকণ্ঠে বিধ্বস্ত হলে ফার্স্ট ডেপুটি ও স্টেট সেক্রেটারিও নিহত হন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়, রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি কিন্ডারগার্টেনের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে আজ বুধবার কর্মকর্তারা জানিয়েছেন। নিহত মানুষের মধ্যে দুই শিশুও রয়েছে।
জাতীয় পুলিশপ্রধান ইগর ক্লিমেঙ্কো বলেছেন, এখন পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যুর বিষয়টি জানা গেছে। তিনি আরও বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মোনাস্তিরস্কিসহ ওই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কয়েক কর্মকর্তাও রয়েছেন।