

ক্যামেরুনে ভূমিধসে নিহত ১৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২০ এএম, ২৮ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৪৩ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত লোকজনের ওপর ভূমিধসের ঘটনা ঘটে।
গতকাল রোববার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ইয়াউন্ডের পূর্বাংশে শ্রমিক অধ্যুষিত এলাকা দামাসে এ ঘটনায় অন্তত ১৪ জনের প্রাণহানি হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ওই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার জন্য পাহাড়ি এলাকায় ২০ মিটার উঁচু মাটির বাঁধের পাশে ফুটবল মাঠে জড়ো হয়েছিল বহু মানুষ। সেই বাঁধটি তাদের ওপর ভেঙে পড়ে।
ইয়াউন্ডে আফ্রিকার অন্যতম বৃষ্টিবহুল শহর। সারিবদ্ধ পাহাড়ের ঢালে অনেক ধাপে শহরটি গড়ে উঠেছে। চলতি বছরজুড়ে ভারি বৃষ্টিতে ইতোমধ্যেই ক্যামেরুনে কয়েকবার ভয়াবহ বন্যা হওয়ায় বহু অবকাঠামো নড়বড়ে হয়ে গেছে এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এ অবস্থায় রোববার এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া গণমাধ্যমকে জানান, তারা মৃতদেহগুলো কেন্দ্রীয় হাসপাতালের মর্গে নিয়ে যাচ্ছেন। অন্য যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে তল্লাশি অব্যাহত আছে।
অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়া কিন্তু ভূমিধস থেকে বেঁচে যাওয়া ম্যারি ক্লেয়ার ম্যানডুগা (৫০) জানান, তারা মাত্র নাচ শুরু করেছিল, তখনই ভূমিধসটি ঘটে।
স্থানীয় সময় রাত ১০টার দিকে তল্লাশি অভিযান বন্ধ ঘোষণা করা হয়। সোমবার (২৮ নভেম্বর) সকাল থেকে আবার অভিযান শুরু হয়েছে।