

মিয়ানমারে ৩ দিনে সরকারি বাহিনীর ১৩০ সদস্য নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:১৪ এএম, ১৪ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৮:২৯ এএম, ২৫ জুন,
বুধবার,২০২৫

মিয়ানমারের প্রতিরোধ যোদ্ধাদের হাতে গত তিন দিনে সরকারি বাহিনীর প্রায় ১৩০ জন সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে মিয়ানমার সেনাবাহিনীর একজন কৌশলবিদ এবং বেশ কয়েকজন সরকারপন্থী মিলিশিয়া সদস্যও রয়েছেন। প্রতিরোধ যোদ্ধারা তাদের হামলা জোরদার করার প্রেক্ষাপটে এত সদস্য নিহত হলো।
সাম্প্রতিক সময়ে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এবং এথনিক আর্মড অর্গ্যানাইজেশন (ইএও) জান্তা বাহিনীর বেশ কয়েকটি ঘাঁটিতে হামলা চালায়।
ইয়াঙ্গুন, বাগো, মাগওয়ে, সাগিং অঞ্চল এবং কায়াহ ও মন রাজ্যে এসব হামলা হয়।
মিয়ানমার বাহিনীর এই ক্ষতি সম্পর্কে নিরপেক্ষ কোনো সূত্র থেকে সত্যতা স্বীকার করা হয়নি।