

নিউইয়র্কে লেখক ও সাহিত্যিক সালমান রুশদির ওপর হামলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:২৩ পিএম, ১২ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:৩৯ এএম, ৩০ জুন,সোমবার,২০২৫

নিউইয়র্কে লেখক ও সাহিত্যিক সালমান রুশদির ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার নিউইয়র্ক স্টেটে হয়েছে এ হামলা।
দ্য স্যাটানিক ভার্সেস বইটি লেখার পর সালমান রুশদিকে অসংখ্যবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
বুকার পুরস্কারজয়ী সালমান রুশদি হামলার সময় চাতুকুয়া ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে কথা বলছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা দেখেছেন একজন ব্যক্তি স্টেজের কাছে দৌড়ে যান। তাকে ঘুসি বা ছুরিকাঘাত করা হয়েছে।
অনলাইনে প্রকাশ হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ঘটনার পরপরই অনুষ্ঠানের আয়োজকরা তার কাছে ছুটে যাচ্ছেন।