

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে গুলিবিদ্ধ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:১৭ এএম, ৮ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:২০ পিএম, ১৫ আগস্ট,শুক্রবার,২০২৫

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে গুলিবিদ্ধ হয়েছেন। দেশটির নারা শহরে একটি ইভেন্টে তাকে পিছন থেকে গুলি করা হয়। এতে তিনি লুটিয়ে পড়েন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, শিনজো অ্যাবে ওই অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। ভাষণের মাঝামাঝি তাকে পিছন থেকে গুলি করা হয়। হামলাকারীকে আটক করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
টোকিওর সাবেক গভর্নর ইয়োচি মাসুজোই টুইটে বলেছেন, শিনজো অ্যাবে ‘কার্ডিওপালমোনারি অ্যারেস্ট’ অবস্থায় আছেন।
পৃথক একটি জাপানি সংবাদমাধ্যম কিয়োদো জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর জাপানের সাবেক এই প্রধানমন্ত্রী অচেতন অবস্থায় রয়েছেন।
শিনজো অ্যাবে জাপানের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী। ২০২০ সালে স্বাস্থ্যগত সমস্যার উল্লেখ করে তিনি পদত্যাগ করেন। পরে জানা যায়, তিনি আলসারেটিভ কোলাইটিজে ভুগছেন।