

তাইওয়ানের আকাশসীমায় চীনের ৩০টি যুদ্ধবিমান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৫২ পিএম, ৩১ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৩৯ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

তাইওয়ানের আকাশসীমায় ৩০টি যুদ্ধবিমান উড়িয়েছে চীন। বিবিসির খবরে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারির পর তাইওয়ান সীমানায় চীনের এটা সর্ববৃহৎ হানা।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ঘটনায় চীনের ২২ যুদ্ধবিমান, সাবমেরিন বিধ্বংসী জাহাজ ছাড়াও ইলেকট্রনিক যুদ্ধসংক্রান্ত সরঞ্জামাদি ছিল।
এই ঘটনার একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ান নিয়ে বেইজিংকে হুঁশিয়ারি দেন। এছাড়া একইদিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাইওয়ানের নেতাদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য সেখানে যান।
বিবিসি বলছে, তাইওয়ানের আকাশসীমায় চীন সাম্প্রতিক সময়ে যুদ্ধবিমান পাঠানো জোরদার করেছে। যদিও বেইজিংয়ের দাবি, তারা প্রশিক্ষণ মহড়া দিচ্ছে। তবে চীনের মহড়ায় ক্ষুব্ধ তাইওয়ানে উদ্বেগ বাড়ছে।
তাইওয়ান নিজেদের বলে দাবি করে চীন। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে ভূখন্ডটি নিয়ে নিবে বলেও জানিয়েছেন শি জিনপিং।