

ইকুয়েডরে কারাগারে সংঘর্ষ, নিহত- ৪৩
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৪৯ এএম, ১০ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৩৭ এএম, ১২ আগস্ট,মঙ্গলবার,২০২৫

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে একটি কারাগারে বন্দিদের মধ্যে দাঙ্গার অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এ ঘটনার পর ওই কারাগারের ১০৮ বন্দির খোঁজ পাওয়া যাচ্ছে না। খবর এএফপি ও বিবিসির।
স্থানীয় সময় সোমবার (১০ মে) ভোরে দেশটির সান্তো ডোমিঙ্গো ডি লস কলোরাডোস শহরের বেলাভিস্তা কারাগারে দাঙ্গার ঘটনা ঘটে।
কারাগারে লস লোবোস ও আর-৭ নামের বিরোধী দুটি গ্যাংয়ের বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইকুয়েডরের সরকারি কৌঁসুলির কার্যালয়ের ভাষ্যমতে, ‘এখন পর্যন্ত ৪৩ জন বন্দি নিহত হয়েছে। তবে পরিস্থিতি অনেকটা সামাল দেওয়া গেছে।’
কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের আদেশের পরে একটি সন্ত্রাসী গোষ্ঠীর নেতাকে সান্তো ডোমিঙ্গো শহরের বেলাভিস্তা কারাগারে স্থানান্তর করার পর দাঙ্গা শুরু হয়। মূলত আদালতের আদেশে ওই ব্যক্তিকে স্থানান্তর করায় বন্দিদের মধ্যে অশান্তি সৃষ্টি করে থাকতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো বলেছেন, নিহতদের বেশিরভাগকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।