

বিধানসভা রণক্ষেত্র, ৫ বিজেপি বিধায়ক সাসপেণ্ড
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:১৫ পিএম, ২৮ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৩১ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

পশ্চিমবঙ্গের বিধানসভা রণক্ষেত্রের চেহারা নিলো সোমবার দুপুরে।
বগটুইকাণ্ড নিয়ে তৃণমূল ও বিজেপি বিধায়কদের হাতাহাতি, মারামারিতে মাথা ফাটলো তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু'দল বিধায়কের বিরুদ্ধে মারপিটে আহত হন আরও অনেকে। জামাকাপড় ছিঁড়ে অনেকের।
বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায় বিধানসভায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ পাঁচজন বিজেপি বিধায়ককে সাসপেণ্ড করেন। এরপরই বিধানসভা থেকে বিজেপি বিধায়করা মিছিল বের করেন।
শুভেন্দু অধিকারী জানান, বিজেপি বিধায়করা অবস্থান করবেন বিধানসভা ভবনের বাইরে।
বিজেপির অভিযোগ, বগটুই এর গণদাহ'র পেছনে আছে তৃণমূল। এ নিয়েই বাদ-প্রতিবাদের জেরে উত্তপ্ত হয় বিধানসভা।