

রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চলাকালে ওয়াকআউট শতাধিক কূটনীতিকের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৪৯ পিএম, ২ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৪৩ পিএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

জাতিসংঘে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বক্তৃতা থেকে প্রায় ৪০ দেশের শতাধিক কূটনীতিক ওয়াকআউট করেছেন।
গতকাল মঙ্গলবার (১ মার্চ) ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান এবং অন্যান্য দূতের বয়কটের পর কক্ষটিতে মাত্র অল্প কয়েকজন কূটনীতিককে দেখা গেছে। খবর আলজাজিরার।
তাদের ওয়াকআউটের পর কক্ষে ছিলেন জেনেভায় জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত গেনাডি গ্যাটিলভ, যিনি লাভরভের সাবেক ডেপুটি এবং সিরিয়া, চীন ও ভেনিজুয়েলার রাষ্ট্রদূতরা।
ওয়াকআউটে নেতৃত্ব দেন ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েভেনিয়া ফিলিপেনকো। তার সঙ্গে ওয়াকআউটে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত রাশিয়ার বিমানের জন্য ইউরোপীয় আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় লাভরভ মানবাধিকার কাউন্সিলে এসে সরাসরি ভাষণ দিতে পারেননি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, নিজ বক্তৃতায়, রুশ পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের ওপর তার দেশের হামলাকে ন্যায্যতা দিয়ে উল্টো ইউক্রেন কর্তৃক রুশ সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনেন লাভরভ।
এদিকে লাভরভের বক্তৃতায় ওয়াকআউট করা কূটনীতিকরা বলেন, মানবাধিকার কাউন্সিলকে 'বিকৃত তথ্যের প্ল্যাটফরম হিসেবে অপব্যবহার করা উচিত নয়'।