

দৃঢ় সংকল্প এবং ঐক্যের মাধ্যমে জবাব দেবো - ফ্রান্স প্রেসিডেন্ট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৫৭ পিএম, ২৫ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:০২ পিএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার হামলাকে ইউরোপের ইতিহাসে একটি সন্ধিক্ষণ বলে অভিহিত করেছেন। বার্তা সংস্থা এএফপির বরাতে এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফরাসি প্রেসিডেন্ট বলেন, "আমরা এই যুদ্ধের বিরুদ্ধে কোনরকম দুর্বলতা ছাড়াই শান্ত, দৃঢ় সংকল্প এবং ঐক্যের মাধ্যমে জবাব দেবো"।
ম্যাক্রন বলেন, "আমরা যুদ্ধ এড়ানোর জন্য সব রকম চেষ্টাই করেছি। কিন্তু এখন যখন সেটা হয়েছে, আমরা প্রস্তুত৷ আমরা কোন দুর্বলতা দেখাবো না। আমরা আমাদের ইউরোপীয় মিত্রদের সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবো"।