

বুরকিনা ফাসোতে সোনার খনিতে বিস্ফোরণ, শিশুসহ নিহত- ৬০
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:২৭ পিএম, ২২ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:১৪ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বুরকিনা ফাসোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সোনার খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওই অঞ্চলটির হাই কমিশনার অ্যান্টোইন দুয়াম্বা বলেন, পনি প্রদেশের এই বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, খণ্ড-বিখণ্ড গাছ ও টিনের ঘরের ধ্বংসস্তুপ পড়ে আছে। মাদুর দিয়ে ঢাকা মরদেহ মাটিতে পড়ে আছে।
রয়টার্স জানায়, ওই স্থানে ঠিক কী ধরনের সোনার খনির কাজ চলছিল তা স্পষ্ট নয়। বুরকিনা ফাসোতে কিছু বড় সোনার খনি আন্তর্জাতিক কোম্পানি দ্বারা পরিচালিত। এছাড়া শত শত ছোট খনি আছে। এসব খনিতে কোনো ধরনের তদারকি বা নিয়ন্ত্রণ ছাড়াই কাজ করা হয়। শিশুরা প্রায়ই তথাকথিত খনিগুলোতে কাজ করে। যাতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানায়, এই ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ৬০ জনের মধ্যে নারী ও শিশু রয়েছে।