

আফ্রিকায় বোমা বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০৭ পিএম, ২ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০১:০৭ পিএম, ১৮ আগস্ট,সোমবার,২০২৫

মধ্য আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্রে সশস্ত্র গোষ্ঠীগুলোর পেতে রাখা বোমা বিস্ফোরণে ছয়জন শান্তিরক্ষী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজন বাংলাদেশি আর তিনজন তানজানিয়ার।
গতকাল শনিবার (১ জানুয়ারি) সে দেশে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এ তথ্য জানিয়েছে।
আহত তিনজন বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্ট কনভয়ের অংশ ছিলেন। তাঁরা জননিরাপত্তায় টহল দিচ্ছিলেন। এ সময়ই বিস্ফোরণটি ঘটে। গুরুতর আহত দুজনকে হেলিকপ্টারে করে বোয়ারে এমআইইউএসএসএর হাসপাতালে নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার এবং শুক্রবার দেশটির উত্তর পশ্চিম অঞ্চলের বোহোং এলাকায় পৃথক ঘটনায় তারা আহত হন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের শান্তিরক্ষা মিশন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।