

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৭ পিএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৫:০৮ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বর্তমানে দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এরমধ্যেই দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে সোমবার (২২ এপ্রিল) রাত ৯টায়। এসময় ১৬,২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশব্যাপী চলছে তীব্র তাপদাহ। এই মুহূর্তে বিদ্যুৎ বিভাগ জনজীবনে স্বস্তি বজায় রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
এর আগে, সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল রবিবার ১৫,৬৬৬ মেগাওয়াট।