

আজ আইএমএফের পর্ষদে উঠছে বাংলাদেশের ঋণ প্রস্তাব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৪৭ এএম, ৩০ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৫:১৮ পিএম, ১৭ আগস্ট,রবিবার,২০২৫

বাংলাদেশের ৪৫০ কোটি ডলারের ঋণ প্রস্তাব আজ সোমবার রাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পর্ষদে অনুমোদনের জন্য উঠছে।
ওয়াশিংটন সময় অনুযায়ী আজ সোমবার (৩০ জানুয়ারি) সকালে এ পর্ষদ সভা হবে। গত ১৬ জানুয়ারি আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত মনসিও সায়েহের ঢাকা সফরের সময় সংস্থাটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছিল।
গত বছরের ২৪ জুলাই ঋণ চেয়ে আইএমএফের কাছে চিঠি দেয় বাংলাদেশ। এতে পরিমাণের কথা উল্লেখ ছিল না। পরে ১২ অক্টোবর ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে গভর্নর আব্দুর রউফ তালুকদার ৪৫০ কোটি ডলারের ঋণসহায়তার কথা উল্লেখ করেন।
২৬ অক্টোবর আইএমএফের আট সদস্যের প্রতিনিধিদল ঋণ প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ঢাকা সফর শুরু করে। এরপর ৯ নভেম্বর সফর শেষ করে ফিরে যাওয়ার সময় আইএমএফের প্রতিনিধিদলের প্রধান রাহুল আনন্দ সংবাদ সম্মেলন করে জানান, ঋণ দিতে তাঁরা সম্মত।