মিল্টন সমাদ্দার গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৮ এএম, ২ মে,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৮:৩৬ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণ পাইকপাড়ার আশ্রম থেকে মিল্টন সমাদ্দারকে আটক করা হয়েছে। ওই আশ্রমে এখনও অভিযান চলছে।
ডিবির একটি সূত্র জানিয়েছে, মিল্টন সমাদ্দারের গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে বাহিনী প্রধান হারুন অর রশীদ এই বিষয়ে বিস্তারিত জানাবেন।
এর আগে গত ২৫ এপ্রিল তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে সংবাদ প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। এরপর তাকে নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করতে থাকেন ভুক্তভোগীরা। পরে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে বিভিন্ন প্রতারণার অভিযোগ উঠে আসে।