ঢাবিতে সংঘর্ষ চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৯ পিএম, ১৫ জুলাই,সোমবার,২০২৪ | আপডেট: ১২:২২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মুখোমুখি অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুপক্ষের মধ্যে থেমে থেমে ইট-পাটকেল নিক্ষেপ চলছে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টা থেকে মুখোমুখি অবস্থান নেন কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীরা। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়, আবাসিক হল, মহানগর উত্তর ও দক্ষিণ এবং কেন্দ্রীয় কমিটির নেতারা রড, লাঠি, লোহার পাইপ, বাঁশ, হকিস্টিক, স্ট্যাম্প ইত্যাদি নিয়ে হামলায় অংশ নেন। প্রথমে বেলা ২টা ৫০ মিনিটের দিকে ঢাবির হলপাড়ায় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরপর সেটি সংঘর্ষে রূপ নেয়। দুপক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। কোটা সংস্কার আন্দোলনকারীদের হাতেও লাঠিসোঁটা দেখা গেছে।
একপর্যায়ে ছাত্রলীগের ধাওয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিসি চত্বরে অবস্থান নেয়। বেলা সাড়ে ৩টার দিকে সেখানে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়।
এসময় ছাত্রলীগের সবকটি ইউনিট একযোগে হামলা করে। তাদের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ধরে ধরে পেটাতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় শতাধিক শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।