আজও অবরুদ্ধ শাহবাগ, দুর্ভোগে নগরবাসী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৫ পিএম, ১০ জুলাই,
বুধবার,২০২৪ | আপডেট: ০৪:৩৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সকল গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের পক্ষ থেকে ঘোষিত বৃহত্তর বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে জড়ো হয়ে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে শাহবাগ অবরোধ করেন।
এসময় আন্দোলনকারীরা 'কোটা না মেধা?' 'মেধা মেধা, হাইকোর্টের রায় মানি না মানবো না', 'কোটা বাতিল করো, বাতিল করো', 'ছাত্রসমাজ গড়বে দেশ, মেধাভিত্তিক বাংলাদেশ' 'মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই' এমন স্লোগান দেন।
শাহবাগ ছাড়াও বৃহত্তর বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে কারওয়ান বাজার, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, ফার্মগেট, চানখারপুল, মিন্টো রোড, মৎস ভবন, জিপিওসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে অনেকটা অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। এর প্রভাব পড়েছে মহাসড়কগুলোতেও। দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী।