সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১২ পিএম, ৮ জুলাই,সোমবার,২০২৪ | আপডেট: ০৪:৩৯ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির দ্বিতীয় দিনের আন্দোলন চলছে আজ। এলিফ্যান্ট রোডের সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে অবরোধ পালন করছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুলাই) বিকাল প্রায় সাড়ে ৩টার দিকে রাজধানীর ঢাকা কলেজের সামনে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র ব্যানারে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে তারা সায়েন্স ল্যাব মোড়ের দিকে যান তারা।
এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে এগিয়ে যান সাত কলেজের শিক্ষার্থীরা। পরে মিছিলটি মিরপুর সড়কের সায়েন্স ল্যাব মোড় ঘুরে নীলক্ষেত মোড়ের দিকে যায়। এদিকে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসেন সায়েন্স ল্যাব মোড়ের দিকে।
বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে এসে রাস্তায় অবস্থান করে অবরোধ পালন করেন। এবং এই এলাকার সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘কেবল প্রতিবন্ধী ছাড়া আমরা সব কোটা বাতিলের দাবি জানাচ্ছি। বিসিএস-সহ সব ক্ষেত্রে আমরা এই কোটা বাতিল চাই। আমরা রাজপথে থাকতে চাই না, আমাদের দাবি মেনে নিন। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।’
জানতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, ‘২০১৮ সালে কোটা আন্দোলনের সময় আমরা বলেছিলাম, এটার যৌক্তিক সংস্করণ চাই। কিন্তু আজও তা করা হয়নি। স্বাধীনতার এত বছর পরও বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য ৩০ শতাংশ কোটা সুবিধা দেওয়া হচ্ছে, এটা মানা যায় না। আমরা চাই আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক।’