শনিবার বন্ধ থাকছে প্রাথমিক বিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৪ পিএম, ২৭ এপ্রিল,শনিবার,২০২৪ | আপডেট: ০৮:২২ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
শিখন পদ্ধতিতে ঘাটতি পূরণ করতে ৪ মে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি বাতিলের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আজ শনিবারের প্রজ্ঞাপণে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এতে শ্রেণি কার্যক্রমের সময় সূচি পরবর্তন করলেও শনিবার ক্লাস চলবে কিনা তা জানানো হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহারের সই করা অফিস আদেশে বলা হয়েছে, আগামীকাল রবিবার থেকে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু হবে। তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক। এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোর প্রথম শিফট সকাল ৮টা থেকে সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে। দাবদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।
তবে এই অফিস আদেশে শনিবার বন্ধ নাকি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শ্রেণি কার্যক্রম চলবে সে বিষয়ে কিছু বলা হয়নি। এ বিষয়ে উপসচিব আক্তারুন্নাহার গণমাধ্যমকে বলেন, নির্দেশনায় শনিবার খোলার বিষয়ে যেহেতু কিছু বলা নেই, মানে শনিবার বন্ধ থাকবে।
এ বিষয়ে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, ‘শনিবার ছুটি বাতিল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কোনো প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস হবে কি না, সেই সিদ্ধান্ত শিক্ষকরাই নেবেন।’