রাবিতে তীব্র গরমেও যথারীতি চলবে ক্লাস-পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০০ পিএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ১০:৫৭ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
দেশের ওপর দিয়ে বয়ে চলেছে তীব্র দাবদাহ। এরই মধ্যে গতকাল (শনিবার) থেকে দেশের স্কুল কলেজ সাতদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে, স্ব-শরীরে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে এ তথ্য জানান।
প্রণব কুমার পাণ্ডে বলেন, সারাদেশে চলমান হিটওয়েভের কারণে গতকাল থেকে দেশের স্কুল কলেজ আগামী ১ সপ্তাহ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। সেই ঘোষণার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবার মধ্যে একটি উৎকণ্ঠা তৈরি হয়। আজ রোববার উপাচার্যের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় যেহেতু রাজশাহী অঞ্চলে তাপমাত্রা এখনো সহনীয় পর্যায়ে আছে, সেদিক বিবেচনায় আগামী ৩০ তারিখ পর্যন্ত ক্লাস পরীক্ষা যথারীতি চলবে।
এদিকে আজ (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলমান তাপদাহের কারণে অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে। ঐ দুই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রকাশিত পৃথক দুটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।