‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে প্রার্থী ৩৭, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৪ এএম, ৬ মার্চ,
বুধবার,২০২৪ | আপডেট: ০২:৫৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা আজ বুধবার সকাল ৯টায় শুরু হয়েছে। এরপর বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কোটা বাদে ৬৯ হাজার ৫২৭ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। চলতি শিক্ষাবর্ষে এ ইউনিটে আসন আছে ১ হাজার ৮৭২টি। এই হিসাবে এ ইউনিটে প্রতিটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৭ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। এই ইউনিটে কোটাসহ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিফটে ১৮ হাজার ৬৯৬ জন এবং চতুর্থ শিফটে ১৮ হাজার ৬৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। ‘এ’ ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি ৪টি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে।