বাকৃবিতে পানি ও আবাসন সংকট নিরসনে ছাত্রীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৯ এএম, ৯ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১০:২০ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
‘দাবি মোদের একটাই আবাসন সংকট নিরসন চাই, ২৪ ঘণ্টা পানি চাই, প্রভোস্ট কই প্রভোস্ট কই’ সড়ক অবরোধ করে এমন স্লোগান দিতে থাকেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বেগম রোকেয়া হলের ছাত্রীরা।
গতকাল বুধবার (০৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এই অবরোধ কর্মসূচি শুরু করেন তারা।
বিশ্ববিদ্যালয়টির বেগম রোকেয়া হলের প্রধান ফটকের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলন করেন ওই হলের প্রায় ৫০ জন ছাত্রী। এ সময় ময়মনসিংহ শহর থেকে সুতিয়াখালি অভিমুখী যানচলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
লিখিত অভিযোগে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে পানি ও আবাসন সমস্যার সম্মুখীন হচ্ছেন বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা। এ সমস্যা সমাধানে দফায় দফায় হল প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি। প্রভোস্টকে হলের অফিসে কখনোই পাওয়া যায় না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
অভিযোগে আরও বলা হয়, এর আগেও সিটের সমস্যা নিয়ে বেশ কয়েকবার আন্দোলনে নামা হয়েছিল। আন্দোলনের মীমাংসাতে সিদ্ধান্ত হয় যে লেভেল-৩ এর শিক্ষার্থীদের আগে সিট দেওয়া হবে, এরপর লেভেল-২ শিক্ষার্থীদের দেওয়া হবে। কিন্তু এ আশ্বাসের অনেক দিন পেরিয়ে গেলেও কার্যত কোনো সমাধানের দেখা মেলেনি।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, হলের ছাদে পানির প্রধান পাইপের ভালভ বন্ধ থাকায় পানি সরবরাহ বন্ধ ছিল। এ সমস্যার সমাধান করা হয়েছে এবং এখন পানি চলমান রয়েছে। এ ছাড়া হলের আসন সংখ্যা সীমিত হওয়ায় সবাইকে সিট দেওয়া সম্ভব হচ্ছে না। আগামী ১২ ফেব্রুয়ারি বিশ্বদ্যিালয়ের সমাবর্তনের পর আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধা অনুযায়ী সিট বিন্যস্ত করে দেওয়া হবে।