৪ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত ইউজিসি’র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৯ পিএম, ২ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০১:৩১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বারবার তাগাদা দেয়ার পরও স্থায়ী ক্যাম্পাসে না ফেরায় চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গত রবিবার নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল ইউজিসি। চার বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো- আশা ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। ইউজিসি সদস্য প্রফেসর বিশ্বজিৎ চন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ মাস থেকে ওইসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত কার্যকর হবে। তবে যেসব শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোনো বাধা নেই। এর আগে এ চারটিসহ ২২ বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে ফিরতে সময় বেঁধে দিয়েছিল ইউজিসি। ওই নির্দেশনায় বলা হয়, যদি ডিসেম্বরের মধ্যে এসব বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে না ফেরে তাহলে শিক্ষার্থী ভর্তি বন্ধ হবে। এরপর ১০টি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে ফিরে যায়।
বাকি ১২টি বিশ্ববিদ্যালয়ের কেউ কেউ সময় চেয়েছে ইউজিসি’র কাছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়ার ক্ষেত্রে প্রথমে ৭ বছরের সাময়িক অনুমোদন দিয়ে থাকে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে স্থায়ী ক্যাম্পাসে যেতে বলা হয়। যদি কেউ এ সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে না ফেরে তাহলে তারা আবেদন করে আরও পাঁচ বছর সময় পেয়ে থাকে। কিন্তু মোট ১২ বছরের মধ্যে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে না ফিরলে ইউজিসি তাদের নিয়ম অনুযায়ী এসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।