ঢাবির সূর্য সেন হলের প্রভোস্টকে ‘মৃত’ ঘোষণা করে পোস্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৭ পিএম, ১৮ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৪৪ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক মকবুল হোসেন ভূঁইয়াকে ‘মৃত’ ঘোষণা করে পোস্টার সাঁটিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। হলের নানা সমস্যা নিয়ে তার কাছে বারবার বলার পরও কোনো ব্যবস্থা না নেয়ায় হলের দেয়ালে তার মৃত্যু সংবাদের পোস্টার সাঁটিয়ে দেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে হলের বিভিন্ন স্থান ও দেয়ালে তার মৃত্যুর সংবাদের পোস্টার সাঁটানো দেখা যায়।
জানা গেছে, মাস্টারদা সূর্যসেন হলের ক্যান্টিন বন্ধ, ওয়াশরুম নষ্ট, ডাইনিংয়ে গ্যাস সংকট, পানির ফিল্টার নষ্টসহ নানা সমস্যায় জর্জরিত থাকায় বারবার বলার পরও হল প্রভোস্ট কোনো ব্যবস্থা না নেয়ায় হলের সিঁড়িতে তার মৃত্যুর সংবাদের পোস্টার সাঁটিয়ে দেয়া হয়েছে।
পোস্টারে শোক সংবাদ উল্লেখ করে লেখা হয়েছে: ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের সম্মানিত প্রভোস্ট জনাব মুকুল হোসেন ভূঁইয়া ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ............)। তার অকাল প্রয়াণে মাস্টারদা সূর্য সেন হলের পরিবার অত্যন্ত শোকাহত। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।’
হলের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে হল ক্যান্টিন বন্ধ থাকাসহ সূর্যসেন হল নানা সমস্যায় জর্জরিত হলেও প্রভোস্ট নিয়মিত হলে আসেন না, নেন না কোনো খোঁজও।
সূর্যসেন হলে গিয়ে তালাবদ্ধ পাওয়া যায় প্রভোস্ট অধ্যাপক মকবুল হোসেনের কক্ষ। পরবর্তী সময়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কারা তার বিরুদ্ধে এসব করছে তা তিনি চিহ্নিত করতে পারেননি। পোস্টারিংকারীদের উদ্দেশ্য সম্পর্কে তিনি অবগত নন।
এর আগে প্রভোস্টকে হলে না পেয়ে নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছিলেন হলের আবাসিক শিক্ষার্থীরা।
২০১৯ সালের ৫ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পান অধ্যাপক মকবুল হোসেন ভূঁইয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক।