দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসির ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৩ এএম, ২১ সেপ্টেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:১২ এএম, ৯ ডিসেম্বর,সোমবার,২০২৪
এসএসসির ৪টি বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করেছে দিনাজপুর শিক্ষা বাের্ড।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ডের চেয়ারম্যান প্রফেসর মাে. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গণিত (১০৯), পদার্থবিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান (১৩৪) এবং রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত বিষয়গুলাের পরীক্ষার তারিখ যথাসময়ে জানানাে হবে।
এদিকে এক শিক্ষা বোর্ডের প্রশ্ন অন্য বোর্ডে যাওয়ায় যশোর শিক্ষা বোর্ডের বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষার এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়। তিনদিন পরে গতকাল মঙ্গলবার সেই পরীক্ষা নতুন সময় ঘোষণা করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।