বরিশাল মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১১ এএম, ৩ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০২:১৬ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ক্যারি অন বহাল ও সিজিপিএ বাতিলের দাবিতে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের (শেবামেক) শিক্ষার্থীরা।
আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে এমবিবিএস ৫৩ ও বিডিএস ১১ ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করে। দুপুর ২টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
এসময় শিক্ষার্থী আবু মাসুম জানান, ২০২১-২২ সেশনে বিএমডিসি ক্যারি অন বাতিল করে সিজিপিএ চালু করেছে। ফলে মেডিক্যাল শিক্ষার্থীদের রেজাল্ট বিভিন্ন গ্রেডে ভাগ করা হবে। এছাড়া কোনো বর্ষে একটি বিষয়ে ফেল করলে অন্য বর্ষে ওঠা যাবে না। যেটা ক্যারি অন কার্যক্রমে ছিল না। এসময় সিজিপিএ বাতিল করে ক্যারি অন পুনরায় চালু করার দাবি জানান শিক্ষার্থীরা।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের উপাধ্যতক্ষ ডা. জিএম নাজিমুল হক বলেন, ‘ক্যারি অন নয়, সিজিপিএই শিক্ষার্থীদের জন্য ভালো।’