শিক্ষার্থীদের মাঝে আবুল কালামের সাইকেল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৬ এএম, ৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:২১ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
দক্ষিন কুমিল্লা তথা বৃহত্তর লাকসামের অন্যতম শিক্ষানুরাগী, মানবতার সেবক ও দানবীর, রাজনৈতিক ব্যাক্তিত্ব মো. আবুল কালাম প্রতিষ্ঠিত মো: আবুল কালাম হাই স্কুল, মো. আবুল কালাম কলেজ ও মো. আবুল কালাম পলিটেকনিক এর শিক্ষার্থীদেরকে মো. আবুল কালাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান চৈতী ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, উল্লেখিত তিন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আবুল কালামের অর্থায়নে ৩৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের যাতায়তের সুবিধার্থে সাইকেল বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকালে প্রতিষ্ঠানগুলোর বিশাল চত্বরে সাইকেল বিতরন অনুষ্ঠানে মো. আবুল কালাম হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব মো: আবুল বাসার এর পরিচালনায় উল্লেখিত তিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।