শাবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় আটক- ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৮ এএম, ২৬ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৫১ এএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বহিরাগত তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৬ জুলাই) সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যার পর ক্যাম্পাসের অভ্যন্তরের টিলায় ঘুরতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা যান লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ (২২)। তার বাড়ি নরসিংদী জেলায়।
তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানায় চিকিৎসকরা।
এ ঘটনার পর সোমবার (২৫ জুলাই) রাতে সিলেট মহানগরের জালালাবাদ থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
মামলার এজাহারে বলা হয়, বন্ধুদের নিয়ে টিলায় বেড়াতে গিয়ে দুষ্কৃতকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে বুলবুল নিহত হন। বুকের বাম পাশে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণে বুলবুল মারা যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।